• October 182024
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটিতে পিআইআরডি’র গর্ভনিং বোর্ডের সভা অনুষ্ঠিত ।

...

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় পুণ্ড্র ইনস্টিটিউট অফ রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট (পিআইআরডি) গর্ভনিং বোর্ডের সভা ১৮ অক্টোবর ২০২৪ তারিখ শুক্রবার বিকাল ৪:০০টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পিআইআরডি এর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং গর্ভনিং বোর্ডের সদস্য-সচিব, পরিচালক, পিআরআইডি (অতিরিক্ত দায়িত্ব) ড. এস. জে. আনোয়ার জাহিদ।

সভায় উপস্থিত ছিলেন পিআইআরডি এর  সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আয়শা শিরিন রহমান, পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, পিআইআরডি সদস্য, সাবেক সচিব ও বিওটি ভাইস চেয়ারম্যান জনাব মুহঃ ফজলুর রহমান, পিআইআরডি সদস্য ও বিওটি সদস্য জনাব ফয়জুন নাহার, বিওটি ভাইস চেয়ারম্যান ও পিআইআরডি সদস্য রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান। সভায় অনলাইনে যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ প্রফেসর ও পিআইআরডি সদস্য ড. মোহাঃ হাছানাত আলী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মতিউর রহমান, দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক ও পিআইআরডি সদস্য মোঃ মোজাম্মেল হক লালু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. একরামুল হামিদ।

এছাড়াও বিশেষ আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন বিওটি’র চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। সভায় পিআইআরডি এর সার্বিক কাজের অগ্রগতি আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন গবেষণা প্রকল্পসমূহে অর্থায়ন প্রসঙ্গে বিস্তারিত আলোচনা শেষে মোট ৭টি গবেষণা প্রকল্পে আর্থিক অনুদান অনুমোদিত হয়।